১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেলো আরও দুজন

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) তাদের ছাড়পত্র দেওয়া হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান। ওই দুই জন হলেন– নিলয় (১৩) ও রুপি বড়ুয়া (১০)।ডা. শাওন বিন রহমান বলেন, নিলয়ের শরীরের ২৫ শতাংশ ও রুপির শরীরের ২০ শতাংশ পুড়ে গিয়েছিল। তারাসহ এ পর্যন্ত মোট ২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে আট জন। মারা গেছে ২০ জন।উল্লেখ্য, ২১ জুলাই ওই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ ৩১ জন প্রাণ হারিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়