নিজস্ব প্রতিবেদক
পতিত আওয়ামী লীগ সরকারের যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পলাতক কাজী নাবিল আহমেদের ছোট ভাই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক কাজী ইনাম আহমেদকে যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোরের রাজপথ। রোববার প্রেসক্লাব যশোরে জেলার বিভিন্ন স্তরের খেলোয়াড় ও সংগঠকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, কাজী ইনাম ক্রীড়া সংস্থাকে কেবল বিসিবির ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। স্থানীয় ক্রীড়াঙ্গনে তার কোনো অবদান নেই, অথচ বিশেষ পন্থায় তিনি বারবার পরিচালক নির্বাচিত হন। বক্তারা আরও বলেন, নির্বাচিত হওয়ার পর যশোরে খেলাধুলার জন্য কোনো কার্যকর উদ্যোগ বা সহযোগিতা না করে শুধু সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছেন ইনাম। যশোরের ক্রীড়াঙ্গন এমনিতেই নাজুক অবস্থায় রয়েছে; এর মধ্যে একজন অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিকে কমিটির সদস্য করা ক্রীড়াঙ্গনের জন্য হুমকি। তারা স্পষ্ট করে বলেন, আমরা যশোরের ক্রীড়াঙ্গনে এমন ফ্যাসিস্টকে চাই না। তাকে দ্রুত অপসারণ না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন, মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক ক্রিকেট অধিনায়ক মাহাতাব নাসির পলাশ, খান মোহাম্মদ শফিক রতন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য আব্দুল মান্নান, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক এবিএম আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, নির্বাহী সদস্য সোহেল আল মামুন নিশাদ, রায়হান সিদ্দিকী প্রবাল, সাবেক ক্রিকেটার মুস্তাক নাসির টনি, আইয়াজ উদ্দিন রিপন, শামসুল কাদের প্রমুখ। স্থানীয় খেলোয়াড় ও সংগঠকদের দাবি, কাজী ইনামকে অপসারণ করা না হলে যশোরের ক্রীড়াঙ্গন রক্ষায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

