নিজস্ব প্রতিবেদক
শনিবার (২১ সেপ্টেম্বর) যশোর জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা জেলা প্রশাসকের সভা কক্ষে (অমিত্রাক্ষর) অনুষ্ঠিত হয়। উপ-পরিচালক, স্থানীয় সরকার, যশোর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে যশোর জেলায় গ্রাম আদালত সক্রিয়করণে গুরুত্বপূর্ণ বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। সভায় জেলার গ্রাম আদালতের এক বছরের অগ্রগতির তথ্য উপস্থাপন করেন ডিস্ট্রিক্ট ম্যানেজার, এভিসিবি-৩ প্রকল্প, যশোর। সভায় ইউএনডিপির প্রজেক্ট কোঅর্ডিনেশন এনালিস্ট ড.শংকর পল গ্রাম আদালতের প্রয়োজনীয়তা, প্রজেক্ট ফেস আউট প্রক্রিয়া ও গ্রাম আদালতের স্থায়িত্বকরনে স্থানীয় প্রশাসনের ভূমিকা বিষয়ে আলোচনা করেন। উন্মুক্ত আলোচনায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যানগণ গ্রাম আদালত সক্রিয়করণে সীমাবদ্ধতা ও সুপারিশ তুলে ধরেন। সভায় জেলার ৮ উপজেলার ৮ জন ইউএনও, ৮৫জন চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান, ডিআরটি সদস্য ও প্রকল্পের স্টাফগণ অংশগ্রহণ করেন। সভায় গ্রাম আদালত পরিচালনায় অনন্য অবদান রাখার জন্য অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

