১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে বনফুল এন্ড কোং-কে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
যশোরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে বনফুল এন্ড কোং প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার দড়াটানা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। অভিযানে জেলা পুলিশের একটি টিম ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোর জেলা শাখার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অভিযান সূত্রে জানা যায়, বনফুল এন্ড কোং প্রতিষ্ঠানে পরিদর্শনকালে দইয়ে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ নেই। এছাড়া আমদানিকারকের অনুমোদিত সীল স্টিকার ছাড়া ভারতীয় চকলেট বিক্রি করা হচ্ছিল। ফ্রিজে মাংস ও দই খোলা অবস্থায় পাওয়া যায় এবং বিক্রিত মিষ্টিরও কোনো মেয়াদ দেখাতে পারেননি দোকান কর্তৃপক্ষ। এসব অনিয়মের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ মোতাবেক প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। অভিযান শেষে সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য ও সেবা নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত চলবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়