নিজস্ব প্রতিবেদক
বিল হরিনা রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘বিল হরিনা বাঁচাও আন্দোলন’এর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ৩টা থেকে শুরু হওয়া এ পথসভাটি ভাতুরিয়া মোড় থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সাড়াপোল বাজার, বলাডাঙ্গা কাজিপুর, খড়িচাডাঙ্গা, সতিঘাটা পুরাতন বাজার হয়ে মুন্সিবাড়ি কাজিপুরে এসে শেষ হয়। পথসভায় বিল হরিনার ক্ষতিগ্রস্ত কৃষক, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা বর্তমান কাজের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যতে করণীয় বিষয়ে মতবিনিময় করেন। আয়োজনে উপস্থিত ছিলেন আন্দোলনের আহ্বায়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা কমিটির সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ আতিকুর রহমান, সদস্য প্রভাষক আব্দুল গফুর, ডাক্তার আহসান হাবিব, ইঞ্জিনিয়ার সেলিম হোসাইন ও রাহান উদ্দিন রাসেল। বক্তারা বলেন, পরিবেশ ও কৃষি রক্ষায় বিল হরিনা বাঁচাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভূমিখেকোদের ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা। এ সময় উপস্থিত ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী আবারও একাত্মতা ঘোষণা করেন এবং বিল হরিনা রক্ষায় যে কোনো পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

