আব্দুর রাজ্জাক রাজন, মহেশপুর
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ সেপ্টেম্বর রবিবার রাত ৯ টার দিকে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৭/৪ এর পাশ থেকে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। অন্যদিকে আজ ভোর সাড়ে ৫ টার দিকে বাঘাডাংগা সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকার মাঠে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫ বোতল ভারতীয় মত উদ্ধার করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, সীমান্তে অবৈধ পারাপার চোরাচালান ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।

