১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মহেশপুর সীমান্তে ৬ বাংলাদেশীকে হস্তান্তর করল বিএসএফ

আব্দুর রাজ্জাক রাজন, মহেশপুর
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী( বিএসএফ)। সোমবার (২২ আগস্ট) রাত ৮ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজবি।  বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকালে উপজেলার বাঘাডাংগা, পলিয়ানপুর সীমান্তে মেইন পিলার নিকট কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ৬ বাংলাদেশী নাগরিকদের হস্তান্তর করা হয়।

বিজিবি হাতে আসা ব্যক্তিদের মধ্যে, তিনজন নারী ২ জন পুরুষ ও ১ জন শিশুর হয়েছে। তারা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। জানা যায়, তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়ে বসবাস করত এবং ভারত থেকে বাংলাদেশে গমনকালে বিএসএফ তাদেরকে আটক করে। পরে বিএসএফ পতাকা বৈঠকের আয়োজন করে এবং বাংলাদেশী নাগরিকদের নাম ঠিকানা বাছাই করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়