প্রতিদিনের ডেস্ক
বলিউড অভিনেত্রী শমিতা শেঠি। তার আরেক পরিচয় তিনি অভিনেত্রী শিল্পা শেঠির বোন। অভিনেত্রী হিসেবে তারা দুজনেই মেধাবি। তবে শিল্পা তার ক্যারিয়ারকে যে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, সেখানে ততটা সফল হননি শমিতা। ফলে বোনের সঙ্গে তুলনা ব্যাপারটি বরাবরই সামনে এসেছে।
কয়েক দিন আগে পিঙ্কভিলাকে সাক্ষাৎকার দিয়েছেন শমিতা শেঠি। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, শিল্পা শেঠির সঙ্গে তুলনা করার ব্যাপারটি কীভাবে সামাল দেন। এতে করে কী হতাশা চেপে বসে না? জবাবে শমিতা শেঠি বলেন, “এখন আর না!” তিনি আরো জানান, তার বোন শিল্পা শেঠি ‘হোলি কাউ’ আর নিজেকে তিনি ‘দুষ্টু মেয়ে’ বলে উল্লেখ করেন।
নিজেকে খুঁজে পাওয়া কঠিন ছিল। তা স্মরণ করে শমিতা শেঠি বলেন, “নিজেকে খুঁজে পাওয়াটাই কঠিন ছিল। কারণ জীবনের জার্নি আর অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আপনি আপনার নিজেকে আবিষ্কার করে থাকেন। কিন্তু যদি সবসময় মনে হয়—‘সম্ভবত, এটা আমার জন্য সঠিক নয়’ বা ‘এটা ভালো নয়’, তাহলে ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়। তখন আর বোঝা যায় না, আপনি কী হতে চান!”
শমিতা স্বীকার করেন, ছোটবেলায় তিনি দীর্ঘ সময় ধরে এই ধরণের বিভ্রান্তির মধ্যে ছিলেন। তবে এখন দৃশ্যপট বদলে গেছে। তিনি এখন আত্মবিশ্বাসী। তিনি জানেন, তিনি কী হতে চান, আর তাই এখন এসব তুলনা তাকে আর প্রভাবিত করে না বলেও জানান শমিতা।শমিতা তার ছোটবেলায় কখনো এই অনুভূতিগুলো প্রকাশ করেননি। কিন্তু এখন যখন কেউ তাকে এই তুলনা নিয়ে প্রশ্ন করেন, তার একটাই উত্তর—“দুজন মানুষকে নিয়ে তুলনা করাটা বোকামি।” ব্যাখ্যা করে শমিতা শেঠি বলেন, “প্রত্যেকটি ব্যক্তিত্ব আলাদা। শুধু ভাই-বোন নয়, একই বাড়ির দুই সদস্যও একেবারে বিপরীত হতে পারেন। এটা শিল্পা আর আমার মধ্যেও রয়েছে। আমাদের প্রত্যেকের নিজস্ব শক্তির জায়গা আছে।”
শমিতা শেঠি তার ব্যক্তিগত জীবনটাও গুছিয়ে নিতে পারেননি। ৪৬ বছরের শমিতা এখনো অবিবাহিত। বলিউড অভিনেতা-মডেল রাকেশ বাপাটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। যদিও এ সম্পর্ক টিকেনি। এই সম্পর্ককে ‘জীবনের মুছে ফেলা অধ্যায়’ বলে মন্তব্য করেছেন শমিতা।
২০০০ সালে ‘মহব্বতে’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শমিতা। এরপর ‘বেওয়াফা’, ‘ক্যাশ’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে তাকে। পাশাপাশি টিভি রিয়েলিটি শো করেছেন তিনি। তাছাড়া কয়েকটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন শমিতা।