১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

খুবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে নবীনবরণ

খুবি সংবাদদাতা
খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ২৪ সেপ্টেম্বর (বুধবার) বিকাল সাড়ে ৩টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ রায়হান আলী ও প্রফেসর ড. সেখ মোঃ এনায়েতুল বাবর।

স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ ইমদাদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী আমাতুল কাদের তাহমিদা। নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ২৫ ব্যাচের রুকসানা রহমান মলি ও ২৪ ব্যাচের মেহনাজ বিনতে মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী প্রমা বণিক ও ইসরাত জাহান খান মৌরী। অনুষ্ঠানে দুটি ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে ১৯ ব্যাচের কে এম সেলিম আন্দালিব ও ২০ ব্যাচের অন্বেষা সাহাকে হীরা লাল বিশ্বাস মেমোরিয়াল অ্যাওয়ার্ড ও সম্মানী প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে নবীনবরণ উপলক্ষ্যে ক্যাম্পাসে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়