নিজস্ব প্রতিবেদক
যশোরে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার বিক্ষোভ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন শত শত চালক। এ সময় তারা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেন। যশোর জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সকালে শহরের ঈদগাহ মোড় থেকে মিছিল শুরু হয়ে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হঠাৎ এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে হাজার হাজার চালক কর্মহীন হয়ে পড়বেন। স্বল্প আয়ের বহু মানুষ ঋণ নিয়ে এই যান কিনেছেন, এখন সেগুলো বন্ধ করে দিলে তারা ঋণের বোঝায় জর্জরিত হবেন। অন্যদিকে, যশোর পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসান বলেন, শহরে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতেই লাইসেন্সবিহীন অটোরিকশা ও ইজিবাইক বন্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। বিক্ষোভে সংহতি প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতারা। শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পৌর প্রশাসক এ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে শিগগিরই ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।