নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনি নামে একজনের বিরুদ্ধে এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা উলাসী গ্রামের আলমগীর হোসেন বুধবার (২৪ সেপ্টেম্বর) শার্শা থানায় তার ছেলেকে বলাৎকারের একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ২২, তারিখ ২৪/০৯/২৫। ভুক্তভোগী ওই এলাকার বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। অভিযুক্ত মনিরুল ইসলাম মনি গিলাপোল গ্রামের বাসিন্দা এবং তার স্ত্রী ওই বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের শিক্ষিকা। ভুক্তভোগি জোবায়ের হোসেন (১৪) বলেন, তার স্কুলের নবম শ্রেনীর ছাত্র লিখনের মাধ্যমে গত ১১/০৯/২৫ তারিখ বেলা ১১.২০ টার সময় তার স্কুলের ম্যাডাম ছালেহার স্বামী তাকে নাস্তা খাওয়ানোর কথা বলে উলাশি বাজারে ডেকে নিয়ে যায়। সেখানে দোকান বন্ধ থাকায় তাকে মনির নিজ বাড়িতে নিয়ে ভয় দেখিয়ে এবং টাকা পয়সা দেওয়ার লোভ দেখিয়ে তাকে বলৎকার করে। এরপর বেলা ১২ টার সময় তাকে মোটরসাইকেল যোগে স্কুলে নামিয়ে দেয়। এরপর স্কুলে এসে ভিকটিম জোবায়ের তার বন্ধু জাবদে ও স্কুল শিক্ষক আরিফকে বিষয়টি অবগত করায়। এরপর গত ১৪/০৯/২৫ তারিখে মনিরুল স্কুলে এসে জোবায়েরকে ডাকাডাকি করলে শিক্ষক আরিফ বিষয়টি প্রধান শিক্ষককে অবগত করায়। এসময় ভিকটিম এর মা অসুস্থ থাকায় স্কুল কর্তৃপক্ষ জানাতে বিলম্ব করে। মা হাসপাতাল থেকে বাড়িতে আসলে স্কুল কর্তৃপক্ষর সাথে আলাপ করে থানায় মামলা দায়ের হয়। এর মধ্যে ওই ছাত্রের ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ২২, তারিখ ২৪/০৯/২০২৫ । যশোরের পুলিশ সুপার রওনক জাহান মিডিয়াকে জানান, এটি একটি জঘন্যতম অপরাধ। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে।