১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে ৮০ লাখ টাকা লুট: থানা পুলিশ মামলা নেয়নি

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহ কালীগঞ্জে পৌর শহরের আড়পাড়া (নদী পাড়া) এলাকার ভাড়াটিয়া, কাঁচামাল ব্যবসায়ী কুমিল্লা জেলার লাকসাম থানার কাজী মোঃ বাচ্চু মিয়াকে মারধর করে ৮০ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে তিনজন সন্ত্রাসী। ব্যবসায়ীর লিখিত অভিযোগে জানা গেছে বিকাল সাড়ে পাঁচটার দিকে আড়পাড়া ভাড়ার বাসায় অবস্থান করছিল তিনি, এ সময় সন্ত্রাসীরা অতর্কিত ভাবে তার রুমে ঢুকে তাকে মারধর করে বিছানার নিচ থেকে ৮০ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় তার চিৎকারে চাঁদাবাজ সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে তাদের নাম উল্লেখ করে থানাতে এজাহার দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ তার এজেহার গ্রহণ করেনি বলে সে জানায়। এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এজাহারটি সন্দেহ মূলক এবং তার পূর্বের বিবাহিত তালাকপ্রাপ্ত মহিলার সাথে দ্বন্দ্বের কারণে এ মিথ্যা ঘটনা ঘটানো নাটক হতে পারে বলে থানা পুলিশের সন্দেহ হয়। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়। উল্লেখ্য ব্যবসায়ী কাজী বাচ্চু মিয়া দীর্ঘদিন কালীগঞ্জ বাসা নিয়ে কাঁচামালের ব্যবসা করেন এবং দেশের বিভিন্ন জেলা শহরে রপ্তানি করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়