১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

মাসুম বিল্লাহ, কেশবপুর
যশোরের কেশবপুরে বৈদ্যুতিক ওয়াটার হিটার জগে হাত দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সূর্য ঘোষ (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের সাহাপাড়া এলাকার ওই শিশুটির বাড়ি সংলগ্ন একটি চায়ের দোকানে এ ঘটনাটি ঘটে। নিহত সূর্য ঘোষ সাহাপাড়া এলাকার সত্যজিৎ ঘোষের ছেলে ও কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুলছাত্র সূর্য ঘোষ বাড়িসংলগ্ন তাদের চায়ের দোকানে ঢুকে চায়ের পানি গরমের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক ওয়াটার হিটার জগে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমোতারা খাতুন বলেন, তার বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সূর্য ঘোষের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অকাল মৃত্যুতে পরিবারসহ বিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, মৃত অবস্থায় ওই শিশুকে হাসপাতালে আনা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়