১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রেকটিফাইড স্পিরিট ও গাঁজাসহ ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রেকটিফাইড স্পিরিট ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চৌগাছা ও বেনাপোল এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, জেলার চৌগাছার পুড়াপাড়া খালপাড়ায় অভিযান চালিয়ে মো. আক্তার হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে ৫ লিটার রেকটিফাইড স্পিরিটসহ আটক করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। অন্যদিকে, চৌগাছার জগন্নাথপুর পূর্বপাড়া থেকে মো. আলমগীর হোসেন টুকু (৪০) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসমিন জাহান তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। এছাড়া, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আমিরুল সর্দার (৩৫) কে ৫৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাজী নাজিব হাসান তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেনের নেতৃত্বে একটি টিম।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়