১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কোহলির রেকর্ড ভাঙার দোরগোড়ায় অভিষেক শর্মা

প্রতিদিনের ডেস্ক
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। ম্যাচকে ঘিরে যতটা উত্তেজনা, ততটাই আলোচনায় ভারতের ওপেনার অভিষেক শর্মা। এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।
এখন পর্যন্ত ছয় ইনিংসে তার সংগ্রহ ৩০৯ রান, যা টুর্নামেন্টে সর্বোচ্চ। অভিষেক ছাড়া কেবল শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা ২০০ রানের বেশি করতে পেরেছেন। নিসাঙ্কা ভারতের বিপক্ষে সুপার ফোরে খেলেছেন সেঞ্চুরির ইনিংস। অভিষেক ব্যাট হাতে আধিপত্য বিস্তার করেছেন সব পরিসংখ্যানে। টুর্নামেন্টে তার গড় ৫১.৫ এবং স্ট্রাইক রেট ২০৪.৬৩—যে কোনো ব্যাটারের মধ্যে সর্বোচ্চ (কমপক্ষে ১০০ রান সংগ্রহকারী)। পাশাপাশি তিনি মেরেছেন সর্বাধিক ৩১টি চার ও ১৯টি ছক্কা। তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসও খেলেছেন, যা নিসাঙ্কা ছাড়া আর কারো নেই। সব কিছুর পরও অভিষেককে সামনে থেকে টেনে নিচ্ছে আরো বড় রেকর্ড। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ওপেনিংয়ে নেমে যদি তিনি মাত্র ১০ রান করেন, তবে ভারতের হয়ে একক কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রহের তালিকায় সমান হবেন বিরাট কোহলির সঙ্গে। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে কোহলি করেছিলেন ৩১৯ রান। যা এখনো ভারতের হয়ে সর্বোচ্চ। ২৩ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে অভিষেক শর্মা ইতিমধ্যে করেছেন ১৯৭.৬৬ স্ট্রাইক রেটে ৮৪৪ রান করেছেন। ঝুলিতে আছে দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরি। এশিয়া কাপ ফাইনালে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তিনি শুধু রেকর্ডই ছুঁবেন না, ভারতের শিরোপা জয়ের পথও প্রশস্ত করবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়