১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির জনসমক্ষে ভাষণ নেপালের

প্রতিদিনের ডেস্ক
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অব নেপালের (সিপিএন–ইউএমএল) চেয়ারম্যান কে পি শর্মা অলি বৃহস্পতিবার ভক্তপুরের গুন্ডু এলাকায় দলের যুব শাখার এক সমাবেশে এসে ভাষণ দিয়েছেন। সমাবেশে তিনি ঘোষণা দিয়েছেন, বর্তমান সরকারের হাতে নেপালকে ছেড়ে দিয়ে তিনি পালাবেন না। নেপালি সংবাদমাধ্যম কাঠমাণ্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি মাসের শুরুতে জেন-জিদের আন্দোলনের মুখে পদত্যাগ করার ছয় সপ্তাহ পূর্ণ হওয়ার আগে এই প্রথম প্রকাশ্যে ভাষণ দিলেন অলি। কে পি শর্মা অলি বলেন, ‘আপনারা কি ভাবছেন দেশকে আমরা এই ভিত্তিহীন সরকারের হাতে ছেড়ে দিয়ে পালাব? কোনো দিন না।’ সমাবেশে অলি আরো বলেন, ‘আমরাই এ দেশ গড়ব। আমরা দেশকে আবার সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনব, শান্তি ও সুশাসন ফিরিয়ে আনব।’ তিনি বর্তমান প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বাধীন সরকারকে জনসমর্থনহীন আখ্যা দিয়ে অভিযোগ করেন, সরকার ‘জনগণের ভোটে নয়; বরং লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে গঠিত’। অলি দাবি করেছেন, তিনি কোনো ষড়যন্ত্রে অংশগ্রহণ করেননি। সুশীলা সরকারের প্রতি আন্দোলনের সময় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে তিনি যে নির্দেশনা দিয়েছিলেন—তার রেকর্ডিং প্রকাশ করার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি। পাশাপাশি অভিযোগ করেছেন, নতুন বাসভবনের অবস্থান সবার জানা থাকা সত্ত্বেও সরকার তাকে যথাযথ সুরক্ষা দেয়নি। তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে বলা হচ্ছে অলির নতুন বাড়ি খুঁজে বের করে হামলা করো। আর সরকার কী করছে? শুধু বসে বসে দেখছে।’ সমাবেশে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে অলি সমর্থকদের ঐক্য ও কার্যক্রম সংগঠিত রাখার পরামর্শ দিয়েছেন এবং দাবি করেছেন, রাজনৈতিকভাবে তিনি পথে থাকবেন। তিনি জনগণের মধ্যেই ফিরে আসবেন বলেও আশ্বাস দিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়