নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে যশোরের মণিরামপুরে সনাতন ধর্মাবলম্বী অসহায় গরীব দুঃস্থদের মাঝে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে উপহার সামগ্রি বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে সনাদন ধর্মাবলী অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নে এ উপহার সামগ্রি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রি তুলে দেন যশোর-৫, মণিরামপুর আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী এ্যাড. গাজী এনামুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক ফজলুল হক, সহকারি সেক্রেটারি জেনারে এইচএম শামীম, কর্ম পরিষদ সদস্য মাওলানা বোরহান উদ্দীন, স্থানীয় ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা রোজউল করিম প্রমূখ।