১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ 

পাটকেলঘাটায় মেসার্স রিপন ফ্লাওয়ার মিলে জরিমানা

আলমগীর হোসেন, পাটকেলঘাটা
পাটকেলঘাটা মেসার্স রিপন ফ্লওয়ার মিলে আটা ও ভুষির বস্তায় উৎপাদনের তারিখ না থাকার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকারের সহকারি পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান তানভীর। ২৮ সেপ্টেম্বর রবিবার বেলা ১১ঃ৩০ মিনিটে ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সাতক্ষীরা জেলা শাখার নেতৃত্ব মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ক ৩৭ ধারামতে পাটকেলঘাটা মেসার্স রিপন ট্রেডার্স এর মালিক প্রশান্ত ঘোষ কে এই জরিমানা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনার সময় আনসার ব্যাটেলিয়ান এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্রে জানা যায় ভোক্তা অধিকার সাতক্ষীরা জেলা শাখা দীর্ঘদিন যাবত ভোক্তার অধিকার নিশ্চিত করার জন্য নিয়মিত মোবাইল কোট পরিচালনা করে আসছেন। তারই অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর রবিবারে পাটকেলঘাটা বাজারে রুটিন কাজ করতে আসেন। মেসার্স রিপন ট্রেডার্স দীর্ঘদিন যাবত আটা, গমের ভুসি, চাউল ও গাভীর ফিড পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে।  মেসার্স রিপন ফ্লাওয়ার মিলে গাভী মার্কা মোটা ভুষি,চাকা মার্কা আটা ও শাপলা মার্কা মোটা ভুষি নামে নিজস্ব কারখানায় উৎপাদন করে। যেখানে এগুলো উৎপাদন করা হয় তার পরিবেশ অত্যন্ত খারাপ। দেখে মনে হয় এটা কোন তেলাপোকার কারখানা। পাটকেলঘাটা মেসার্স রিপোন ট্রেডার্স এর স্বত্বাধিকারী প্রশান্ত ঘোষ এই প্রতিবেদককে জানান আমি দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছি। আমার উৎপাদিত আটাও ভুষি বিক্রয় করতে ১৫ দিনের বেশি সময় লাগে না যে কারণে উৎপাদনের তারিখ ব্যবহার করি না ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়