প্রতিদিনের ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এইচ-১বি ভিসার জন্য এক লাখ ডলার ফি ঘোষণা করেন, তখন অতিমাত্রায় ডানপন্থী অনলাইন গোষ্ঠীগুলো ‘অপারেশন ক্লগ দ্য টয়লেট’ নামে একটি অভিযান চালায়। তারা ইচ্ছাকৃতভাবে এয়ারলাইন বুকিং সিস্টেমে চাপ সৃষ্টি করে যাতে ভারতীয়রা যুক্তরাষ্ট্রে ফিরতে না পারে। ২১ সেপ্টেম্বর ট্রাম্পের ঘোষণা আসার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারতীয় প্রযুক্তি কর্মীদের মধ্যে। তারা নতুন ফি কার্যকর হওয়ার আগেই দ্রুত যুক্তরাষ্ট্রে ফেরার চেষ্টা করেন। এই সুযোগে ৪চ্যানসহ বিভিন্ন অতি-ডানপন্থি অনলাইন ট্রোল ফোরাম একজোট হয়ে ফ্লাইট বুকিং আটকে দেওয়ার অভিযান শুরু করে। তাদের কৌশল ছিল, ভারত-আমেরিকা জনপ্রিয় রুটের ফ্লাইটে সিট নির্বাচন করে চেকআউট প্রক্রিয়ায় গিয়ে অর্থ না দেওয়া। এতে আসনগুলো সাময়িকভাবে আটকে যেত, ফলে প্রকৃত যাত্রীরা সিট বুক করতে পারতেন না। সময়সীমা শেষ হলে তারা আবার একই কাজ করত, ফলে নিয়মিত যাত্রীদের জন্য আসন অপ্রাপ্য হয়ে পড়ত ও টিকিটের দামও বেড়ে যেত। তারা বিশেষ করে নিউইয়র্ক, নিউয়ার্ক ও ডালাসের মতো ব্যস্ত রুটগুলোকে লক্ষ্যবস্তু করে। আলোচনা চলেছে ৪চ্যান, টেলিগ্রামসহ বিভিন্ন ফোরামে, যেখানে ঘৃণাবাচক শব্দ ও নির্দেশনা ছড়ানো হচ্ছিল যাতে ভারতীয় কর্মীদের ভ্রমণ ব্যাহত হয়। মূল লক্ষ্য ছিল, ‘ভারতীয়দের ভারতে আটকে রাখা’ ও আতঙ্ক সৃষ্টি করা। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র অবশ্য এএফপিকে জানিয়েছেন, তাদের ওয়েবসাইটে কোনো বিঘ্ন হয়নি এবং স্বাভাবিকভাবেই কার্যক্রম চলেছে।

