১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোর সীমান্তে বিজিবির অভিযান: মদ-কফ সিরাপসহ চোরাচালানী মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার পাঁচপীরতলা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয়। বিজিবি জানায়, অভিযানে বিদেশী মদ, ভারতীয় কফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প), শাড়ি, কম্বল ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ১১ হাজার ৮০০ টাকা। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় বিজিবি সফলভাবে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করছে। তিনি আরও জানান, সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়