১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ছুটি চাওয়ার কয়েক মিনিট পরই হার্ট অ্যাটাকে কর্মীর মৃত্যু

প্রতিদিনের ডেস্ক
ম্যানেজারের কাছে অসুস্থতার জন্য ছুটি চান ৪০ বছর বয়সি শঙ্কর। ছুটি চেয়ে বার্তা পাঠানোর মাত্র কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (কার্ডিয়াক অ্যারেস্ট) হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।দুঃখজনক এ ঘটনায় সহকর্মী ও পরিবারের মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর বয়সি শঙ্করকে অবশ্য তার ম্যানেজার কেভি ইয়ার ‘স্বাস্থ্যবান ও ফিট’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি ছয় বছর ধরে তার কোম্পানিতে কাজ করছিলেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক সন্তানের বাবা শঙ্কর শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন ও সুস্থ অভ্যাসের জন্য পরিচিত ছিলেন। এমনকি তিনি ধূমপান বা মদ্যপানও করতেন না। গত ১৩ সেপ্টেম্বর সকালে সকাল ৮টা ৩৭ মিনিটে শঙ্কর তার অফিসের ম্যানেজার কেভি ইয়ারকে লিখেছিলেন: ‘স্যার, তীব্র পিঠের ব্যথার কারণে আজ কাজে আসতে পারছি না। অনুগ্রহ করে আমার ছুটি অনুমোদন করুন।’ ম্যানেজার ইয়ার স্মরণ করেছেন, ‘আমি যেমন প্রতিদিন করি, তাকে বিশ্রাম নিতে বলেছিলাম।’ কিন্তু মেসেজ পাঠানোর মাত্র ১০ মিনিটের মধ্যেই শঙ্কর হঠাৎ করে পড়ে যান। তার মৃত্যুর খবর ইয়ারের কাছে পৌঁছায় সকাল ১১টার দিকে, যা তাকে সম্পূর্ণভাবে বিস্মিত করে দেয়। ইয়ার লিখেছেন, ‘সম্পূর্ণ সচেতন অবস্থায় একজন মানুষ, যে কিনা মাত্র ১০ মিনিট আগে আমাকে মেসেজ পাঠিয়েছে। তার মৃত্যুর খবরে আমি চরমভাবে ধাক্কা খেয়েছি’। তিনি সবাইকে প্রিয়জনদের মূল্য দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘জীবন অনিশ্চিত। সদয় হোন, সুখে জীবন যাপন করুন, কারণ কখন কি হতে পারে তা আপনি জানেন না।’ এই সংবাদটি অনলাইনে হৃদরোগের ‘নিঃশব্দ সতর্ক সংকেত’ নিয়ে ব্যাপক আলোচনা শুরু করেছে। অনেকে ব্যাখ্যা করেছেন যে, পিঠে ব্যথা, ক্লান্তি, বমি বা ঘাম হওয়া প্রাথমিক লক্ষণ হতে পারে, যা প্রায়ই গ্যাস্ট্রিক বা পেশীর ব্যথা হিসেবে উপেক্ষা করা হয়। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘জীবন সত্যিই অনিশ্চিত, অথচ আমরা ছোট ছোট কারণে লড়াই করছি। তাঁর আত্মার শান্তি কামনা করছি।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘এতটাই দুঃখজনক, বিশেষ করে তার বয়স ও পরিবারের কথা ভেবে। ওম শান্তি।’ তৃতীয় একজন যোগ করেছেন, ‘দুর্ভাগ্যজনক! এই ধরনের ঘটনা আমরা এখন অনেক বেশি শুনছি, বিশেষ করে ৩৫–৪৫ বছর বয়সি মানুষদের মধ্যে, যারা নিয়মিত ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করেন। আমরা কি কিছু মিস করছি?’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়