১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

‘জেন-জি’ বিক্ষোভে আরো একটি দেশে সরকার পতন

প্রতিদিনের ডেস্ক
মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা টানা কয়েক দিনের প্রাণঘাতী বিক্ষোভের পর সোমবার তার সরকারকে বরখাস্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত ‘জেন-জি’ আন্দোলনের ডাকে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ ও পানির সংকটের প্রতিবাদে দেশটির রাজধানী আন্তানানারিভোসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। পুলিশের টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহারে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। জাতিসংঘ জানিয়েছে, এ সহিংসতায় ২২ জন নিহত ও ১০০-র বেশি আহত হয়েছেন। তবে সরকার এ হিসাবকে ‘অযাচাইকৃত’ ও ‘গুজব নির্ভর’ বলে প্রত্যাখ্যান করেছে। টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা বলেন, ‘আমি প্রধানমন্ত্রী ও সরকারের দায়িত্ব সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছি। নতুন সরকার গঠনের আগে বর্তমান মন্ত্রীরা অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।’ তিনি জানান, আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে। এর আগে শুক্রবার তিনি জ্বালানি সংকট মোকাবেলায় ব্যর্থ হওয়ায় জ্বালানিমন্ত্রীকে বরখাস্ত করেছিলেন। আন্তানানারিভোতে সোমবার কালো পোশাক পরে হাজারো মানুষ মিছিল করে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে স্লোগান তোলে, ‘আমরা বাঁচতে চাই, টিকে থাকতে নয়’। বিক্ষোভ চলাকালে একজন বিরোধী এমপিকে পুলিশ আটক করে, যা নতুন করে উত্তেজনা ছড়ায়। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভল্কার তুর্ক সরকারের সহিংস প্রতিক্রিয়ার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। আন্দোলনকারীরা প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনৎসে ও ব্যবসায়ী মামি রাভাতোমাঙ্গার পদত্যাগও দাবি করছে। বিক্ষোভকারীরা প্রতীক হিসেবে ব্যবহার করছে জাপানি অ্যানিমে ওয়ান পিস সিরিজের পাইরেট পতাকা, যা সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়া ও নেপালের তরুণদের সরকারবিরোধী আন্দোলনেও ব্যবহৃত হয়েছিল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়