১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ 

তাইওয়ান আক্রমণে চীনকে সহায়তার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

প্রতিদিনের ডেস্ক
তাইওয়ান আক্রমণে চীনকে সাহায্য করার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়া এমন সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি চীনে বিক্রি করছে যা বেইজিংকে তাইওয়ানে আক্রমণ (এয়ারবোর্ন ইনভ্যাশন) করার জন্য সহায়ক হতে পারে। যুক্তরাজ্যের এক প্রতিরক্ষা ও নিরাপত্তা ফোরামের বিশ্লেষণে এমন অভিযোগ করা হয়েছে। এপির খবরে বলা হয়, রয়াল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (আরইউএসআই)-এর লেখকরা তাদের কাছে থাকা কিছু নথি অ্যাসোসিয়েটেড প্রেসকে দিয়েছিলেন এবং বলেছিলেন এগুলো প্রামাণিক মনে হচ্ছে, যদিও নথিগুলোর কিছু অংশ বাদ পড়তে বা পরিবর্তিত হতে পারে। এপি স্বতন্ত্রভাবে এসব নথির প্রামাণিকতা যাচাই করতে পারে নি। সম্পূর্ণ নথিপত্র এবং খসড়া হিসেবে প্রদত্ত রুশ নথিগুলো চীনা ও রুশ প্রতিনিধিদলগুলোর মধ্যে বৈঠকের বিষয়ে উল্লেখ করেছে। এর মধ্যে মস্কো ভ্রমণের কথাও আছে এবং উচ্চ প্যারাশুট সিস্টেম ও অ্যামফিবিয়াস অ্যাসল্ট ভেহিকল সরবরাহের সময়সূচী ও অর্থপ্রদানের চুক্তির বিষয়ে কথা বলা হয়েছে। এগুলো ইঙ্গিত করে যে, রাশিয়া এসব পণ্য সরবরাহের কাজ শুরু করেছে, কিন্তু ডকুমেন্টগুলোতে চীনা পক্ষ থেকে অর্থপূরণ বা সরবরাহ গ্রহণের সরাসরি প্রমাণ নেই। প্রতিবেদনে বলা হয়েছে, এই সরঞ্জামগুলো তাইওয়ান আক্রমণে ব্যবহার করা যেতে পারে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে চীন তার সশস্ত্র বাহিনীকে ২০৫০ সালের মধ্যে ‘বিশ্বমানের’ সামরিক শক্তিতে রূপান্তর করার লক্ষ্যে একটি বিস্তৃত আধুনিকায়ন কর্মসূচি গ্রহণ করার অংশ হিসেবে এগুলো বাস্তবায়ন করা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়