১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতি ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
যশোরের রাজারহাটে পুলিশ পরিচয়ে সংঘটিত স্বর্ণ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ রায়হানুল হক (৩১), গৌরাঙ্গ সরকার (৫০), বিকাশ মজুমদার ও মাহিন রহমান শাওন (২৮)। ডিবি সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই সকালে যশোরের কোতোয়ালী থানার রাজারহাট রেল ক্রসিং এলাকায় ২-৩ জন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে স্বর্ণ ব্যবসায়ী সুধীর কুমার দাসের শ্যালক আনন্দ বসু এবং কর্মচারী মোঃ রাসেল গাজীকে চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে ফেলে। পরে তাদের কাছ থেকে ১৯ ভরি ০৮ আনা স্বর্ণালংকার, নগদ ২৬ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মনিরামপুরের ট্যাংরাখালী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালী থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তে গত ২০ সেপ্টেম্বর ডিবি পুলিশ এক যৌথ অভিযানে চক্রের সদস্য উজ্জল হোসেন ও নিশান হোসেনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোঃ মুসাব্বির হোসেন টুটুল ও রতন শেখকেও আটক করা হয়। এদের মধ্যে উজ্জল হোসেন ও রতন শেখ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সর্বশেষ ডিবি পুলিশের বিশেষ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রটি আন্তঃজেলা পর্যায়ে সক্রিয় ছিল এবং বিভিন্ন জেলায় এ ধরনের সংঘবদ্ধ ডাকাতি চালিয়ে আসছিল। অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার বলেন, “এ চক্রের মূল সদস্যদের একে একে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়