নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের পালবাড়ি কলোনি মোড়ে এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন তহিদুল (২৮) নামের এক যুবক। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পরে পুলিশে সোপর্দ করে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর দেড়টার দিকে পালবাড়ি এলাকায়। আটক তহিদুল শংকরপুর মাঠপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং টার্মিনাল এলাকার একটি টায়ারের দোকানে কাজ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তহিদুল ওইদিন তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বোনেরা কেউ না থাকার সুযোগে পাশের এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করছিলেন তিনি। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তিনি প্রথমে অস্বীকার করেন। পরে মোবাইল ফোনে ভিডিওটি পাওয়ায় উত্তেজিত জনতা তাকে আটক করে গণপিটুনি দেন এবং ৯৯৯ এ ফোন করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তহিদুলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে, বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত ওসি কাজী বাবুল বলেন, তহিদুলকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি আমরা তদন্ত করছি।

