নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের রূপকথার মোড়ে নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে সাজ্জাদ হোসেন (২৭) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরের দিকে যশোর সরকারি এমএম কলেজের দক্ষিণ পাশে নীলাচল টাওয়ার নামে একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মঠবাড়ি গ্রামের আজগর হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ১০ তলায় ঢালাইয়ের কাজ চলছিল। সাজ্জাদ ছাদের ওপরে বসে ক্রেন মেশিন চালিয়ে নিচ থেকে ঢালাইয়ের মালামাল ওঠানো-নামানোর কাজ করছিলেন। এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের হাই ভোল্টেজ সঞ্চালন লাইনে ক্রেনের তার জড়িয়ে যায়। মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে সাজ্জাদ ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। স্থানীয় শ্রমিকরা অভিযোগ করে বলেন, ভবন নির্মাণের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই শ্রমিকরা ঝুঁকি নিয়ে কাজ করেন। দুর্ঘটনার পর ভবনের অন্যান্য শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন। এদিকে, সাজ্জাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা জানান, সাজ্জাদ দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালাতেন। তাঁর হঠাৎ মৃত্যুতে পরিবারটি গভীর সংকটে পড়েছে।

