নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদক ব্যবসা বন্ধ করার আহ্বান জানানোয় কবির (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে পৌরসভার বারান্দিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের গলিতে এ ঘটনা ঘটে। আহত কবির বারান্দিপাড়া মোল্লাপাড়ার আবু তালেবের ছেলে। আহত কবির জানান, তিনি স্থানীয়ভাবে ইয়াবা বেচাকেনা বন্ধের আহ্বান জানিয়ে আসছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে এলাকার বড় ফয়সাল (পিতা অজ্ঞাত) শনিবার বিকেলে তাকে একা পেয়ে ছুরিকাঘাত করে। ফয়সালসহ আরও কয়েকজন মিলে হামলা চালায়। কবিরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেরের চেষ্টা চলছে।

