১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
যশোরে র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে যশোর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, শিক্ষাকরা জাতি গঠনের কারিগর। অথচ শিক্ষকদের সেই সন্মান, মর্যাদা কমে গেছে। সেই জায়গা ফিরিয়ে আনতে হবে। এজন্য পরিবারের ভুমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ। জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল হান্নান,আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি আবুল হাশিম রেজা, যশোর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন, জেলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন, জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দীন, প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক আব্দস সবুর খান, এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খারুল আনাম। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক পারভীনা খাতুন। আলোচনায় শিক্ষকরা বলেন সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকদের সুযোগ সুবিধা দেয়ার দাবী জানান। শেষে ৭ গুনী শিক্ষাকদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এর আগে কালেক্টরেট চত্বর থেকে র‍্যালি বের করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়