নিজস্ব প্রতিবেদক
যশোরে জয়ত্রী দাস (১৫) নামে এক কিশোরী বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। বুধবার দুপুর ১২টার দিকে শহরের রেলবাজার সুইপার কলোনিতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।মৃত জয়ত্রী, বিমল দাসের মেয়ে। মৃত জয়ত্রীর কাকা সূর্য দাস জানান, দুপুরে বাড়িতে ছোট একটি টেবিল ফ্যান সরাতে গিয়ে জয়ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুপুর পৌনে একটার দিকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন,“এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

