নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের আরএন রোড ক্রীড়াচক্রের আয়োজনে ও রিপন অটোসের সার্বিক সহযোগিতায় জুনিয়র নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে আরএন রোড মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া সংগঠক মাহতাব নাসির পলাশ, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, শহীদ আনোয়ার, আতাউর রহমান আতাউল্লাহ, সাবেক ক্রিকেটার খান মোহাম্মদ শফিক রতন, ক্রীড়া সংগঠক জিয়াউর রহমান বিপ্লব, সাবেক ক্রিকেটার আসাদুল্লাহ খান বিপ্লব, মনিরুল হুদা খান মনি, সৈয়দ ইকবাল রুজু, রিপন অটোসের স্বত্বাধিকারী ও সাবেক ক্রিকেটার আইয়াজ উদ্দিন রিপন, সাবেক ফুটবলার হাফিজুর রহমান, ক্রীড়া সংগঠক হিমাদ্রি শাহ মনি, রেজানুল ইসলাম রিয়েল, ফারুক হোসেনসহ অন্য নেতৃবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ক্রিকেটার এজাজ উদ্দিন টিপু, এবং সভাপতিত্ব করেন আরএন রোড ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কাদের। অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগকে এগিয়ে নিতে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

