সোহেল আহমেদ, কালীগঞ্জ
১১ অক্টোবর শনিবার শহীদ কমরেড ওয়াজেদ আলী ও কামরুজ্জামান মনার ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেন, সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান, এনডিএফর কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস। আরও বক্তব্য রাখেন প্রয়াত কমরেড ওয়াজেদ আলীর সহোদর ও জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক শওকত আলম ও জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির ঝিনাইদহ জেলা আহ্বায়ক উদয় শঙ্কর প্রমুখ। সভাটি পরিচালনা করেন মানবেন্দ্র দাস মিন্টু। সভায় বক্তাগণ প্রয়াত দ্বয়ের সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে এ দেশে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ আমলা-মুৎসুদ্দি পুঁজিবাদ বিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লবকে অগ্রসর করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। ১৯৭২-৭৫ সালে কমরেড ওয়াজেদ আলী ও কামরুজ্জামান মনার মত প্রায় ৩০ হাজার বামপন্থী নেতা-কর্মিদের বিনাবিচারে হত্যা করা হয়েছে, তারও বিচার আজ পর্যন্ত হয়নি। গুম কমিশনকে ৭১ পরবর্তি সকল সরকারের আমলে গুমের তদন্ত বিচার করতে হবে। স্মরণ সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশ আজ এক গভীর সংকট ও ক্রান্তিকাল অতিক্রম করছে। একদিকে অর্থনৈতিক দুরবস্থা ক্রমশ গভীর থেকে গভীরতর হয়ে পিষ্ঠ করে চলেছে শ্রমিক-কৃষকসহ কোটি কোটি সাধারণের জনজীবনকে। একইভাবে জাতীয় রাজনীতিতে চলছে অস্থিরতা ও অনিশ্চয়তা। পাশাপাশি প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কথিত সংস্কার ও নির্বাচনের পথ-পন্থা নিয়ে পারস্পরিক মতবিরোধ ক্রমান্বয়ে বেড়েই চলেছে।

