প্রতিদিনের ডেস্ক:
গাজীপুর মহানগর বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী আহমেদ।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘‘অনেক সুড়ঙ্গ তৈরির চেষ্টা করা হচ্ছে। যিনি পালিয়ে গেছেন পাশের দেশে, তাকে যেন ফিরিয়ে আনা যায়। রাষ্ট্রের অভ্যন্তরে গভীর চক্রান্ত চলছে, গভীর ষড়যন্ত্র চলছে।’’শনিবার (১১ অক্টোবর) গাজীপুর মহানগর বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব বলেন তিনি। রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘‘যারা এখন নানা ধরনের বিতর্ক তৈরি করছেন, বিভাজন করছেন, কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। আলাপ-আলোচনা হবে, বিতর্ক হবে কিন্তু ঐক্য ঠিক রাখতে হবে। ৫ আগস্টের যে অর্জন, সেটি ব্যর্থ করে দিতে চাচ্ছে তারা।’’সদস্য সংগ্রহের ব্যাপারে রিজভী বলেন, ‘‘কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মানুষের মাঝে ভীতি সঞ্চারকারী এবং কোনো অপরাধী বিএনপিতে নতুন সদস্য হতে পারবে না। কোনো ফ্যাসিস্টদের সহযোগীও সদস্যও যেন না হতে পারে।’’ এনসিপির উদ্দেশে রিজভী বলেন, ‘‘শাপলা না দিলে ধানের শীষ দেওয়া যাবে না, এ ধরনের অযাচিত দাবি তুলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। এ ঘটনার চলমান থাকলে পরাজিত শক্তিরা সুযোগ পাবে। শাপলা জাতীয় ফুল এবং জাতীয় প্রতীক, তার সঙ্গে ধানের শীষের তুলনা করা যেন মামার বাড়ির আবদার। এ সব দাবিতে একদিকে সময় নষ্ট, অন্যদিকে ঐক্যের স্পিট প্রতিহত হচ্ছে।’’
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজির আহমেদ টিটো, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু, বিএনপি সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির গাজীপুর মহানগরের টিম প্রধান ডা. তৌহিদুর রহমান আউয়াল। এ সময় গাজীপুর মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

