নিজস্ব প্রতিবেদক
যশোরের আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়ায় জমি দখল ও হত্যার হুমকির অভিযোগে এক যুবক মামলা করেছেন। অভিযোগকারী হলেন ওই গ্রামের আহম্মদ আলীর ছেলে মো. মাসুম হোসন (২৩)। মাসুম হোসনের অভিযোগ, তার খালাতো ভাই আসাদুল হোসেন (৩২) ও তার স্ত্রী রত্না বেগম (২৫) দীর্ঘদিন ধরে তার নানার অংশ থেকে প্রাপ্ত ৩০ শতক জমির ৮.৪১ শতক জোরপূর্বক দখলের চেষ্টা করছে। আসাদুল হোসেন অজ্ঞাত সহযোগীদের সহায়তায় ওই জমি অবৈধভাবে দখল করে অন্যত্র বিক্রি করেছে বলেও তিনি অভিযোগ করেন। এ ছাড়া, বিবাদীরা তাকে ও পরিবারের সদস্যদের মারপিট,গালাগালি এবং প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। এমনকি তার মামা মো. ফকর আলী ও অন্যান্য আত্মীয়দেরও মারপিটের চেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে,বিষয়টি নিয়ে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা ব্যর্থ হয়। পরে মাসুম হোসনের দায়ের করা মামলার প্রেক্ষিতে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১৪৪/১৪৫ ধারা জারি করেন। তবে ধারা জারির পরও বিবাদীরা হুমকিপূর্ণ আচরণ বন্ধ করেনি বলে অভিযোগ রয়েছে। স্থানীয় ববিতা বেগম জানান, বালিয়া ভেকুটিয়ার জমি বিরোধ দীর্ঘদিনের, এতে পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব জড়িত। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, “বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। নির্দিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে নজর রাখছেন। কেউ আইনভঙ্গ বা হুমকি-ধামকি দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” ওসি আরও জানান, তদন্তকারীরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করছেন। পাশাপাশি ১৪৪ ধারা জারির মাধ্যমে এলাকায় জনসমাগম ও সম্ভাব্য সংঘর্ষ এড়ানোর চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়রা বলছেন,জমি দখল ও হুমকির মতো ঘটনা সামাজিক শান্তি ও সম্প্রীতির জন্য বড় হুমকি। প্রশাসনের কার্যকর পদক্ষেপ এ ধরনের বিরোধ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।

