২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে ইঁদুর নিধনের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফ হোসেন (৪০) নামে এক বর্গাচাষির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে। নিহত আশরাফ হোসেন রামনগর গ্রামের মরহুম আব্দুল বারী তরফদারের ছেলে। পরিবারের সদস্যরা জানান, একই গ্রামের জাহাঙ্গীর রাজুর মালিকানাধীন একটি মিশ্র চাষের মাছের ঘের বর্গা নিয়ে সেখানে ধান চাষ ও ঘেরের দেখভালের কাজ করতেন আশরাফ হোসেন। পাশের ঘেরের মালিক জব্বার আলী ও আশরাফ হোসেন নিজের ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে সম্প্রতি যৌথভাবে জিআই তারের মাধ্যমে ইঁদুর নিধনের ফাঁদ তৈরি করেন। শনিবার সন্ধ্যার পর জব্বার আলী ফাঁদে বিদ্যুৎ সংযোগ দেন, কিন্তু বিষয়টি আশরাফ জানতেন না। মাগরিবের নামাজ শেষে আশরাফ নিজের ধানের জমিতে রাজুর মিশ্র চাষের ঘেরে আটল পাততে গেলে অসাবধানতাবশত ওই ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দীর্ঘসময় পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশরাফকে খুঁজতে বের হয়ে ঘেরের বেঁড়িতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, ইঁদুর নিধনের জন্য বিদ্যুৎ ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রাণঘাতী একটি পদ্ধতি। এভাবে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ পাতা আইনবিরুদ্ধ ও বিপজ্জনক। এর ফলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করেছে। আজ (রোববার) ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। ঘটনা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়