১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কৃত্রিম সূর্যের প্লাজমা নিয়ন্ত্রণে চীনের নতুন এআই

প্রতিদিনের ডেস্ক:
গবেষণাগারে তৈরি কৃত্রিম সূর্যের প্লাজমা নিয়ন্ত্রণে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পদ্ধতি উদ্ভাবন করেছে চীন। এতে টেকসই ফিউশন শক্তি উৎপাদনে আরও এক ধাপ অগ্রগতি অর্জন হলো।সম্প্রতি নেচার পোর্টফোলিওর বিজ্ঞানপত্রিকা কমিউনিকেশনস ফিজিক্সে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।ফিউশন শক্তিকে বলা হয় চূড়ান্ত পরিচ্ছন্ন জ্বালানি, যা সূর্যের মতো প্রক্রিয়ায় দুটি পরমাণুকে মিলিয়ে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে। এতে কোনও কার্বন নিঃসরণ হয় না। এ লক্ষ্যে চীনের সবচেয়ে সম্ভাবনাময় প্রযুক্তি হলো টোকামাক। গোলাকার যন্ত্রটি শক্তিশালী চৌম্বকক্ষেত্র ব্যবহার করে অতি উত্তপ্ত প্লাজমাকে আবদ্ধ রাখতে পারে।এখানে একটি মূল চ্যালেঞ্জ ছিল প্লাজমাকে দীর্ঘ সময় স্থিতিশীল ও নির্দিষ্ট আকারে ধরে রাখা, যেন তা ব্যবহৃত শক্তির চেয়ে বেশি শক্তি উৎপন্ন করতে পারে। প্রচলিত প্লাজমা নিয়ন্ত্রণ পদ্ধতি জটিল গাণিতিক মডেল ও সিমুলেশনের ওপর নির্ভরশীল, যা অনেক সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।এই সমস্যার সমাধানে সাউথওয়েস্টার্ন ইনস্টিটিউট অব ফিজিক্স, চ্যচিয়াং বিশ্ববিদ্যালয় এবং চ্যচিয়াং ল্যাবের গবেষকেরা যৌথভাবে তৈরি করেছেন নতুন একটি ডেটা-চালিত নিয়ন্ত্রণ ব্যবস্থা। এটি সম্পূর্ণভাবে চীনের সর্বাধুনিক ফিউশন ডিভাইস হুয়ানলিউ-৩ টোকামাক–এর পূর্ববর্তী পরীক্ষার ডেটা ব্যবহার করে প্রশিক্ষিত।এই মডেলে আধুনিক এআই প্রযুক্তি যেমন লং-শর্ট টার্ম মেমোরি নেটওয়ার্ক, সেলফ-অ্যাটেনশন মেকানিজম ও স্কেজিউলড স্যাম্পলিং ব্যবহার করা হয়েছে। ফলে এটি প্লাজমার কারেন্ট, আকার ও গতিবিধি সময়ের সঙ্গে সঠিকভাবে পূর্বাভাস দিতে পারে এবং প্রচলিত মডেলের মতো ক্রমাগত ত্রুটি জমা হয় না।গবেষকদের মতে, সিস্টেমটি এখন নতুন পরিস্থিতিতেও স্থিতিশীলভাবে কাজ করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়