১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

প্রতিদিন ৭২ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেবে ডিএনসিসি

প্রতিদিনের ডেস্ক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিচালনা করা হবে। প্রতিটি টিমে দুই জন ভ্যাকসিনেটর ও তিন জন ভলান্টিয়ার কাজ করছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন ৭২ হাজার শিশু ও ছাত্র-ছাত্রীকে টাইফয়েড টিকা দেওয়া হবে। রোববার (১২ অক্টোবর) ডিএনসিসির টাইফয়েড ক্যাম্পেইনের উদ্বোধন করা হয় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র জোবায়ের হোসেন জানান, টাইফয়েড জ্বর প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলে আজ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী ১৮ কর্মদিবসে (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) ডিএনসিসি এলাকার মোট ১২ লাখ ৯৪ হাজার ৬৯ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে।ডিএনসিসির আওতাধীন এলাকার ২১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন ছাত্র-ছাত্রী ও কমিউনিটি পর্যায়ে ৬৫৬টি ইপিআই কেন্ত্রে প্রায় ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ জন শিশুকে টিকা দেওয়া হবে।
ডিএনসিসির আওতাধীন এলাকার ২১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২০২টি ইংরেজি মিডিয়াম স্কুলের ৫৪ হাজার ৬৬৮ জন, ২১টি ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ৫৬ হাজার ৪৬৫ জন ও ৫১০টি মাদ্রাসার ৩ লাখ ৪ হাজার ৩১৬ জন ছাত্র-ছাত্রীদের টিকা প্রদান করা হবে। টিকা কার্যক্রমে প্রতিদিন ৭১২ জন ভ্যাকসিনেটর ও ৯৭২ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করবে।
১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান মোট ১০ দিন টিকা দেওয়া হবে। আর ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্র এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্যাটেলাইট/আউটরিচ ইপিআই কেন্দ্রে টিকা দেওয়া হবে। ডিএনসিসির এ কার্যক্রম কেন্দ্রীয় ও অঞ্চল পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক সুপারভিশন ও মনিটরিং করবেন। টিকাদান কার্যক্রম সমন্বয়ে নগর ভবন, ডিএনসিসি পর্যায়ে একটি মনিটরিং সেল এবং মাঠ পর্যায়ের জন্য একটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়