১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান

প্রতিদিনের ডেস্ক:
মূল বেতনের সঙ্গে ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসাভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির সূচনা হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেন।এই কর্মসূচির আয়োজন করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। তারা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।ভোর থেকেই শিক্ষকরা প্রেসক্লাব এলাকায় জড়ো হতে শুরু করেন। এর ফলে পল্টন থেকে হাইকোর্টের সামনে পর্যন্ত যান চলাচলে বিঘ্ন ঘটে।জানা গেছে, কর্মসূচিতে এনসিপির নেতারাও অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং শিক্ষাবিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।এর আগে ১৩ আগস্ট এক শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ২০ শতাংশ, চিকিৎসাভাতা ১৫০০ টাকা এবং উৎসবভাতা ৭৫ শতাংশ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বাস্তবায়নের কোনো অগ্রগতি না থাকায় শিক্ষকরা ক্ষুব্ধ হন। এর মধ্যে ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি করলে ক্ষোভ আরো বাড়ে।বর্তমানে শিক্ষকরা তাদের পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী দাবির পূর্ণ বাস্তবায়নের জন্য অনড় অবস্থান নিয়েছেন এবং দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়