১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

লোহা ব্যবসার আড়ালে চোরাই যানবাহন বেচাকেনার হোতা আলোচিত মাসুদ আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরে পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির আলোচিত নেতা মাসুদ আলমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাক চুরি মামলার সূত্র ধরে শনিবার রাতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় ঢাকা মহানগর ডিবি দক্ষিণ বিভাগের অফিসার ইনচার্জ আকতার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম এবং যশোর জেলা ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে অপর একটি দল। অভিযানের সময় বকচর এলাকার ভিকু চৌধুরির বাড়ির সামনে থেকে ঢাকায় চুরি হওয়া একটি কার্গো ড্রাম ট্রাকের বডি উদ্ধার করা হয়। একই ট্রাকের সামনের অংশ পাওয়া যায় রাজারহাট এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে। ডিবি সূত্র জানিয়েছে, আটক মাসুদ আলম বর্তমানে জিজ্ঞাসাবাদের মুখে রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাক চোর চক্রের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা থাকতে পারে। যশোর জেলা ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞা বলেন,ঢাকার বিশেষ টিমের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালিত হয়েছে। মাসুদ আলমকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে এর আগেও চোরাই গাড়ি ও যন্ত্রাংশ বেচাকেনার অভিযোগ ছিল। চক্রটিতে আরও রয়েছে, রাকিব, রানা, দেলো, রাসেল ও রনি নামে কয়েকজন। তারা নিয়মিতভাবে পুরাতন গাড়ি ও লোহা কেনাবেচার ব্যবসার আড়ালে চোরাই যানবাহন কেনাবেচায় জড়িত বলে অভিযোগ রয়েছে। অতীতেও এই চক্রের কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছিল, এবং তাদের বিরুদ্ধে স্থানীয় ও জাতীয় পত্রিকায় বহুবার সংবাদ প্রকাশিত হয়েছে। সম্প্রতি যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে মাসুদ আলম সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। নির্বাচনের আগেই তার গ্রেপ্তার ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একজন স্থানীয় ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন,মাসুদ আলম দীর্ঘদিন ধরে সংগঠনের মাধ্যমে প্রভাব খাটাচ্ছিলেন। পুরাতন গাড়ির ব্যবসার আড়ালে কী চলছিল, এখন তা প্রকাশ পাচ্ছে। ডিবি সূত্র জানিয়েছে, ট্রাক চোর চক্রের পুরো নেটওয়ার্ক উন্মোচনে তদন্ত চলছে এবং এতে আরও কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীর নাম আসতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়