১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

সড়ক দুর্ঘটনায় যুবক নাঈম নিহত

নিজস্ব প্রতিবেদক
যশোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাঈম (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের কিসমত রাজাপুর গ্রামের সালাউদ্দিন বুলবুলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নাঈম হেলমেট পরে তার পালসার মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। পথে বাহাদুরপুর ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি অজ্ঞাত বাস বা ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। নাঈমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়