১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কোহলির আইপিএল ভবিষ্যৎ ঘিরে জল্পনা

প্রতিদিনের ডেস্ক
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। এবার গুঞ্জন উঠেছে, আইপিএলকেও বিদায় জানাতে পারেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) সঙ্গে যুক্ত একটি সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে রাজি হননি কোহলি। তাতেই তার আইপিএল ভবিষ্যৎ ঘিরে জল্পনা তৈরি হয়েছে। কোহলি নিজে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে তিনি একাধিক বার নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ক্রীড়া ওয়েবসাইট ‘রেভ স্পোর্টস’-এর প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। ২০২৬ আইপিএলের জন্য বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত বাণিজ্যিক সংস্থাটির কর্তৃপক্ষ একাধিকবার চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছেন কোহলিকে। প্রতি বারই কোহলি অপেক্ষা করতে বলেছেন তাদের। কোহলির বার বার প্রত্যাখ্যান ঘিরেই তৈরি হয়েছে তার অবসরের জল্পনা। ২০২৬ সালের আইপিএলেও সংস্থাটি কোহলিকে তাদের প্রচারের প্রধান মুখ করতে চায়। কিন্তু রাজি হচ্ছেন না ভারতের সাবেক অধিনায়ক। তিনি তার মুখ বেঙ্গালুরুর প্রচারেও আর ব্যবহার করতে দিতে চান না বলে শোনা যাচ্ছে। গত মৌসুমের আগে কোহলিকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। সেই প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি। শেষে অধিনায়ক করা হয় রজত পতিদারকে। তার নেতৃত্বেই গতবার প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হন কোহলি। কোহলির ঘনিষ্ঠ মহলসূত্রে জানা গিয়েছে, মহেন্দ্র সিংহ ধোনিকে অনুসরণ করতে চান না কোহলি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৯ সালে অবসর নেওয়ার পর এখনও ধোনি আইপিএল খেলে চলেছেন। কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ২০২৪ সালের বিশ্বকাপ জয়ের পর। গত আইপিএলের সময় বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেটকেও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর দীর্ঘ দিন আইপিএল খেলার বিপক্ষে কোহলি। গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর ভারতের হয়ে খেলেননি কোহলি। আসন্ন অস্ট্রেলিয়া সফরের একদিনের সিরিজে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি। গত আইপিএলের পর থেকেই পরিবার নিয়ে তিনি লন্ডনে রয়েছেন। তার মধ্যেই তার আইপিএল ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়