১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে ডিএনসির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর ২০২৫) রাতে যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের মনোহরপুর এলাকায় যশোর-মাগুরা মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃতের নাম মো. মহিবুর রহমান রিমন (৩১), তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের বাসিন্দা এবং বর্তমানে পুলিশ বাহিনীতে কর্মরত বলে ডিএনসি সূত্রে জানা গেছে। পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশিতে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএনসি। অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, যশোর সীমান্ত ঘেঁষা এলাকায় মাদক চোরাচালান দমন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে অনিয়ম রোধে অভিযান আরও জোরদার করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়