মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
নতুন কুড়ি গানের প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে সেরা পাঁচে জায়গায় করে নিয়েছেন কোটচাঁদপুরের শেখ রোদসী রায়ানা (তরিতা)। এখন সেরা দশের স্বপ্ন সফল করার পথে হাঁটছেন সে। দোয়া প্রার্থনা করেছেন সবার কাছে। জানা যায়, বাংলাদেশ টেলিভিশনের সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে অনুষ্ঠানটি। ওই অনুষ্ঠানে নৃত্য, লোক সংগীত ও আধুনিক গানের প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন শেখ রোদসী রায়ানা (তরিতা)। সে কোটচাঁদপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। তরিতা ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল আক্তারের (টোকন)এর মেয়ে। সে তিনটি ইভেন্টে অংশ গ্রহন করে খুলনা বিভাগের প্রাথমিক বাছাইয়ে সেরা ৫ জনের ১ জন নির্বাচিত হয়েছেন। এখন সেরা দশের স্বপ্ন সফল করতে হাঁটছেন তরিতা। যেখানে অংশ গ্রহন করবেন দেশের ৮ বিভাগের ৪০ জন প্রতিযোগী। সফল হতে দোয়া চেয়েছেন সবার কাছে। বাবুল আক্তার (টোকন) বলেন, ছোট বেলা থেকে তরিতা সাংস্কৃতিক মনা। সে কারনে আমরাও অনেক সাপোর্ট দিয়েছি। তাঁর প্রথম হাতে খড়ি কোটচাঁদপুর মিতালী সংগীত একাডেমিতে। এখানে সে ৩/৪ বছর বয়স থেকে গান শেখেন। তাঁর প্রথম সংগীত গুরু খাজা সামাদ উল্লাহ্ টুটুল। তিনি বলেন, সে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ছড়া গানের প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। সেখানে তরিতা ১ম স্থান লাভ করেন। ২০২৪ সালে শিল্প কলা একাডেমি থেকে লোকগানে জপলাতে অংশ গ্রহন করে ১ম হয়েছিল। তবে জাতীয় পর্যায়ে এখনও শেষ হয়নি। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ২০২৪ লোক গানে জেলা পর্যায়ে ২য় স্থান এবং নৃত্যে ১ম স্থান লাভ করেন। আর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ১ম হয়েছেন একাধিক বার। তিনি আরো বলেন, এই প্রথম বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়িতে বিভাগীয় পর্যায়ে সেরা ৫ এর মধ্যে জায়গা করে নিয়েছেন। এখন তাঁর স্বপ্ন সেরা দশে জায়গা করে নেয়া। তরিতার জন্য আপনারা সবাই দোয়া করবেন।

