সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদাহের কালিগঞ্জ চিত্রা নদী বুক থেকে রায় গ্রামের ইউনিয়নের চিত্রা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৪০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি কমিশনার শাহিন আলম। মঙ্গলবার বেলা ১১ঃ০০ টার সময় রায়গ্রাম ইউনিয়নের চিত্রা নদীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত ৪০০ মিটার চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয় এবং সেগুলি জনসাপেক্ষে পুড়িয়ে ফেলা হয়। এলাকাবাসীকে এ ব্যাপারে সজাগ থাকার জন্য আহ্বান জানান কমিশনার ভূমি শাহিন আলম এবং এর ক্ষতির দিক তুলে ধরেন। এই জাল ব্যবহার বন্ধ না করলে সারাদেশে মাছের আকাল দেখা দিবে বলে তিনি জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

