১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

গাজা শান্তি সম্মেলনে মেলোনির সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

প্রতিদিনের ডেস্ক:
মিশরে আয়োজিত গাজা শান্তি সম্মেলনে সহ-সভাপতির ভূমিকায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অপ্রত্যাশিতভাবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হন মার্কিন প্রেসিডেন্ট। খবর হিন্দুস্তান টাইমসের।
সোমবার গাজা শান্তি সম্মেলনে প্রায় ৩০ জন রাষ্ট্রনেতার মধ্যে একমাত্র নারী ছিলেন মেলোনি। শান্তিচুক্তিতে স্বাক্ষরের পর ট্রাম্প উপস্থিত বিশ্বনেতাদের ধন্যবাদ জানানোর সময় মেলোনির প্রতি ব্যক্তিগত মন্তব্য করেন।মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমাদের এখানে একজন নারী আছেন, একজন তরুণী। আমি আসলে এটা বলার অনুমতি পাই না, কারণ যুক্তরাষ্ট্রে কোনো নারীকে সুন্দর বললে সাধারণত সেটিই হয় আপনার রাজনৈতিক জীবনের সমাপ্তি।”এরপর মেলোনির দিকে ঘুরে ট্রাম্প যোগ করেন, “আমি ঝুঁকি নিচ্ছি, কিন্তু বলতে চাই- আপনি সত্যিই সুন্দরী। আশা করি এতে আপনি কিছু মনে করবেন না। এখানে আসার জন্য ধন্যবাদ, আমি কৃতজ্ঞ।”ট্রাম্পের মুখে নিজের এমন প্রশংসা শুনে মেলোনি হেসে ওঠেন। তবে ট্রাম্প এইটুকুতে থামেননি। প্রশংসা অব্যাহত রেখে তিনি মেলোনিকে একজন ‘অবিশ্বাস্য নেত্রী’ এবং ‘সফল রাজনীতিবিদ’ বলেও উল্লেখ করেন।ট্রাম্প বলেন, “মেলোনি এখানে আসতে চেয়েছিলেন। ইতালিতে তাকে সবাই খুব শ্রদ্ধা করে। উনি একজন সফল রাজনীতিবিদ।”গাজা শান্তি চুক্তি নিয়ে আলোচনার মঞ্চে মেলেনিকে নিয়ে ট্রাম্পের এমন মন্তব্যের ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এদিকে, একই সম্মেলনে মেলোনির আরেকটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে তাকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে হাস্যরসাত্মক আলাপ করতে দেখা যায়। পাশে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। এসময় এরদোয়ান মেলোনিকে উদ্দেশ্য করে বলেন, “আপনাকে দেখতে চমৎকার লাগছে, তবে আমি আপনাকে ধূমপান ছাড়তে বাধ্য করব।” মেলোনি তখন হাসতে হাসতে জবাব দেন, “আমি জানি, আমি জানি।”

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়