আলমগীর হোসেন, পাটকেলঘাটা
পাটকেলঘাটায় বলফিল্ড মোড়ে মালেক মুহুরীর বাড়ির সামনে রোডস এন্ড হাইওয়ের জায়গা প্রশাসনের উপস্থিতিতে স্থানীয় প্রভাবশালী বাপ্পি সাধুকে দখলের সুযোগ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১৪ ই অক্টোবর মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায় রাস্তার পাশে দীর্ঘদিন ধরে রোড এন্ড হাইওয়ের জায়গা দখল করে বাপ্পি সাধু বালু বিক্রয় করে আসছে। আগে থেকেই এই জায়গা নিয়ে ঝামেলা তৈরি হয় এবং কয়েক দফায় বসা বসি হয় । গোলাম হোসেন নামে এক ব্যক্তি জনস্বার্থে থানায় একটি অভিযোগ করে এছাড়াও সরকারি জায়গার উপর অবৈধভাবে ঘরবাড়ি তৈরি করার জন্য ০৫/১০/২০২৫ ইংরেজি তারিখে সড়ক ও জনপদ বিভাগ সাতক্ষীরায় আরো একটি অভিযোগ করে। অভিযোগগুলো বাপ্পি সাদু টাকা দিয়ে ম্যানেজ করছে এমনটাই ধারণা করছে সাধারণ মানুষ। পথচারী মোহাম্মদ আজিজুল সরদার জানান রাস্তার পাশে বালু রাখায় কারণে এখানে প্রতিনিয়ত এক্সিডেন্ট হয়। প্রশাসন এগুলো দেখেও না দেখার ভান করে। সুরুলিয়া ইউনিয়নের মহিলা দলের যুগ্ন আহবায়ক মমতাজ খাতুন বলেন এই বিষয় নিয়ে আমি কথা বলায় ড্রাইভার আব্দুল আলিম আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ বিষয়ে বাপ্পি সাধুর কাছে জানতে চাইলে বলেন আমার ইচ্ছা আমি ঘর বাড়ি তৈরি করছি আপনারা যা খুশি তাই করেন। আমি কাদের কত টাকা দিছি সেটা আমার ডায়েরিতে লেখা আছে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ এর কাছে ফোন দিলে ফোনটি রিসিভ না করাই সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমানের কাছে ফোন দিলে জরুরী মিটিং থাকায় তার ও সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি।

