১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মারিয়াকে নোবেল শান্তি পুরস্কার দেয়ায় নরওয়ে দূতাবাস বন্ধ করল ভেনেজুয়েলা

প্রতিদিনের ডেস্ক:
বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার কয়েকদিন পর সোমবার ভেনেজুয়েলা অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। অসলো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলা কোনো কারণ না দেখিয়েই অসলোতে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে।মুখপাত্র সিসিলি রোয়াং এএফপিকে একটি ইমেলে বলেছেন, এটি দুঃখজনক। বেশ ক’টি বিষয়ে আমাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও, নরওয়ে ভেনেজুয়েলার সঙ্গে সংলাপ খোলা রাখতে চায় এবং এ নিয়ে কাজ চালিয়ে যাবে।সোমবার সন্ধ্যার মধ্যে ভেনেজুয়েলা দূতাবাসের ফোন পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অসলোতে মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার তিন দিন পর ভেনেজুয়েলা এই পদক্ষেপ নিল।২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছিল, যেখানে বিরোধীদের বিক্ষোভ সত্ত্বেও বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়।গত রবিবার মাচাদোর নোবেলের কথা উল্লেখ না করেই মাদুরো ৫৮ বছর বয়সী এই বিজয়ীকে ‘দানবীয় ডাইনি (ডিমোনিক উইচ)’ বলে অভিহিত করেন। সরকার প্রায়শই এটি ব্যবহার করে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়