২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ 

দীপিকার কণ্ঠে সাড়া দেবে মেটা এআই!

প্রতিদিনের ডেস্ক:
এবার নতুন ভূমিকায় বলিউডের নায়িকা দীপিকা পাড়ুকোন। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মসের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘মেটা এআই’ এর নতুন কণ্ঠস্বর হয়ে উঠতে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের এই নতুন জার্নির কথা পোস্ট করে জানিয়েছেন দীপিকা নিজেই। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, একটি স্টুডিওতে নিজের কণ্ঠ রেকর্ড করছেন দীপিকা। সেখানে অনুরাগীদের উদ্দেশে দীপিকা বলেন, ‘হাই, আমি দীপিকা পাড়ুকোন, এখন আমি মেটা এআই এর নতুন কণ্ঠস্বর।’ এরপর ভিডিওটির পোশটে দীপিকা লেখেন, ‘এটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। এবার থেকে আমি মেটা এআই-এর সঙ্গে যুক্ত হলাম। ইংরেজি ভাষায় আমার কণ্ঠ এখন শুধু ভারতে নয়, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়ও শোনা যাবে। সবাই জানাবেন, এই নতুন অভিজ্ঞতা কেমন লাগল।’
উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন ভারতীয় তারকাদের মধ্যে প্রথম, যিনি মেটা এআই-এর কণ্ঠস্বর হিসেবে কাজ করছেন। তবে তিনি একা নন, এই প্রোজেক্টে আরও যুক্ত হয়েছেন হলিউডের দুই তারকা অকওয়াফিনা এবং জুডি ডেঞ্চ । মেটা এআই অ্যাসিস্ট্যান্টের জন্য তাদের কণ্ঠও ব্যবহার করা হবে, ফলে ব্যবহারকারীরা বিশ্বের বিভিন্ন অঞ্চলে এআইয়ের সঙ্গে কথা বলার সময় এই তারকাদের পরিচিত কণ্ঠ শুনতে পাবেন।তারকাদের এই কণ্ঠ মেটা এআই অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে শোনা যাবে বলে ধারণা করা হচ্ছে। এটি মেটা প্ল্যাটফর্মসের তৈরি একটি চ্যাটবট বা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যা সংযুক্ত হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়