১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ফ্যাসিস্ট পতনের পর ঐক্যবদ্ধ গণতন্ত্র গঠনে আহ্বান নার্গিস বেগমের

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আমরা নতুন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। জনগণ আর কোনো আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক হতে চায় না। তাই গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করার মধ্য দিয়েই আমাদের স্বপ্ন পূরণ করতে হবে।” শনিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক নার্গিস বেগম বলেন, “সাংবাদিকদের বিভাজনই অতীতে ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল। শেখ হাসিনার দমননীতির পেছনে এক শ্রেণির সাংবাদিক দায়ী ছিল, যারা ব্যক্তি স্বার্থে সাংবাদিকতার মতো মহান পেশাকে কলঙ্কিত করেছিল। একদল সাংবাদিক ফ্যাসিস্ট শক্তির পক্ষে অবস্থান নিয়েছিল, আরেকদল বুক চিতিয়ে গণতন্ত্রের পক্ষে রাজপথে ছিল। যারা গণতান্ত্রিক শক্তির পাশে ছিল, তাদের দেশ ছাড়তে হয়নি; কিন্তু যারা ফ্যাসিস্টের দোসর ছিল, তাদের অনেককেই পালিয়ে যেতে হয়েছে।” তিনি আরও বলেন, “সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে প্রকৃত সাংবাদিকের কোনো সহজ সময় যায় না। এই পেশা কণ্টকাকীর্ণ। তবুও সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হয়। অতীতের মতো ভবিষ্যতেও বিএনপি গণতান্ত্রিক সাংবাদিকদের পাশে থাকবে।” সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী এবং যুগ্ম-মহাসচিব এহতেশামুল হক শাওন। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সাবেক সম্পাদক আহসান কবির বাবু ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম। সভা পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস ফরহাদ এবং সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়