নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের চাঁচড়া রায়পাড়ায় শনিবার সকালে বৈদ্যুতিক তার চুরির সময় দুই যুবককে স্থানীয়রা হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। আটক ব্যক্তিরা হলেন—চাঁচড়া রায়পাড়ার রফিকুজ্জামানের ছেলে বিপ্লব (২৮) ও একই এলাকার মৃত আবুল ফজলার ছেলে শুকুর আলী (২৮)। ইলেক্ট্রনিক পণ্য ব্যবসায়ী শফিকুজ্জামানের ছেলে আরিফুজ্জামান নিঝুম জানান, চাঁচড়া রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তাদের দোতলা ভবনের নিচতলায় ব্যবসার পণ্য রাখার একটি গোডাউন রয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নিচ থেকে সন্দেহজনক শব্দ শুনে তিনি নিচে গিয়ে দেখতে পান, শুকুর আলী নামের এক যুবক গোডাউন থেকে দুটি কয়েল বৈদ্যুতিক তার চুরি করে পালানোর চেষ্টা করছেন। তিনি পরিবারের সদস্যদের সহায়তায় শুকুর আলীকে আটক করেন। এ সময় বাইরে এসে দেখেন, আরেকজন বিপ্লবআরও একটি কয়েল বৈদ্যুতিক তার হাতে দাঁড়িয়ে আছেন। তাকেও ঘটনাস্থলেই আটক করা হয়। পরে স্থানীয়রা দুজনকে চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যদের হাতে তুলে দেন। চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় বলেন, “স্থানীয় লোকজন বৈদ্যুতিক তার চুরি করার সময় দুই যুবককে হাতেনাতে আটক করে আমাদের খবর দেন। আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।” স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় সম্প্রতি তার, মোটর পার্টস ও ইলেকট্রনিক সামগ্রী চুরির ঘটনা বেড়েছে। পুলিশের দাবি, নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা হবে।

