নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের আশ্রম রোডে সহকর্মীর লাঠির আঘাতে জাহিদ হোসেন (৪০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। আজ শনিবার (১৮ অক্টোবর) এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত জাহিদ আশ্রম রোড পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনি যশোরের পুলেরহাট এলাকার জালাল উদ্দিনের ছেলে। পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন তিনি। প্রতিদিনের মতো সকালে নিজ গ্যারেজে ইজিবাইক পরিষ্কার করছিলেন-সেখানেই ঘটে দুর্ঘটনাটি। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আশ্রম রোডের ফারুকের গ্যারেজে নিজের ইজিবাইক ধোয়ার সময় সহকর্মী ইউসুফের সঙ্গে জাহিদের বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন ইউসুফ হঠাৎ লাঠি তুলে জাহিদের মাথায় আঘাত করেন। আঘাত পেয়ে জাহিদ মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন চিৎকার করে ছুটে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। থানার ইনস্পেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত চলছে।” স্থানীয়রা জানিয়েছেন, জাহিদ ও ইউসুফ দীর্ঘদিন ধরে একই গ্যারেজে কাজ করতেন। সামান্য বিষয় নিয়ে এমন প্রাণঘাতী ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

